পাকিস্তানে এক দিনে ১২ জন কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সে দেশের সরকার।
মঙ্গলবার সকালে ফাঁসিতে ঝুঁলিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ডন পত্রিকা জানায়, মঙ্গলবার সকালে পাকিস্তানের বিভিন্ন কারাগারে আটক ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।তাদের মধ্যে করাচিতে দুজন, রাওয়ালপিন্ডিতে দুজন, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় একজন করে, জাহাং জেলা কারাগারে তিনজন এবং মিয়ানওয়ালিতে দুজনকে ফাঁসি দেয়া হয়েছে।
মুলতান জেলে জাফর ইকবাল ও ওয়াকার নাজির নামের দুই কয়েদিকে ফাঁসিতে ঝুঁলানোর কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ওয়াকার নাজিরের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। আসামিপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ার কারণে তার ফাঁসি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এ নিয়ে ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
তবে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউমেন রাইটস পাকিস্তানে মৃত্যুদণ্ডের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।