সুপ্রিম কোর্ট বারে বিএনপি-জামায়াত প্যানেল জয়ী

SHARE

mahbub khokonসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল জয়লাভ করেছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট হারুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন।

মোট ১৪ টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ নয়টি পদে নীল প্যানেল ও একটি সহ-সভাপতিসহ পাঁচটি পদে আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার মাহবুব হোসেন ১৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ুন ১৫৮৭ ভোট পেয়েছেন।

সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ১৮৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাদা প্যানেলের মোমতাজ উদ্দিন মেহেদী ১৪৭৭ ভোট পেয়েছেন।

দুটি সহ-সভাপতি পদের মধ্যে নীল প্যানেলের এএসএম মোক্তার কবির খান এবং সাদা প্যানেলের আবুল খায়ের বিজয়ী হয়েছেন। সহ-সম্পাদক পদে নীল প্যানেলের মাজেদুল ইসলাম পাটওয়ারি উজ্জল এবং সাদা প্যানেলের মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী (মধু) কোষাধ্যক্ষ পদে নীল প্যানেলের শওকত আরা বেগম দুলালী নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে চারজন নীল প্যানেল থেকে ও তিনজন সাদা প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

দুই দিনব্যাপী নির্বাচনে গত সোমবার ও রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পযর্ন্ত ৫২টি বুথে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট চার হাজার ৩৬২ জন ভোটারের মধ্যে তিন  হাজার ৫২৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ৮১ শতাংশ ভোট পড়েছে।