সংলাপের কথা বলায় খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে’- এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘হিম্মত থাকলে খালেদা জিয়াকে গ্রেফতার করুন।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খোঁজার আহ্বান জানিয়ে শওকত মাহমুদ বলেন, গেস্টাপো বাহিনী বা সরকারের যে বাহিনীই সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাক, এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তাকে খুঁজে দিতে হবে।
সভাপতির বক্তব্যে পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনই দেশের প্রধান সমস্যা। এ জন্য দায়ী সরকার। তাদেরকেই এর সমাধান করতে হবে।
তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সৃষ্টিরও দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন, অধ্যাপক তাহমিনা বেগম প্রমুখ