সাভারে নিরাপত্তা কর্মী নিখোঁজ, রক্তমাখা পোশাক ও লাঠি উদ্ধার

SHARE

saver cসাভারে  রাজফুলবাড়িয়া এলাকা থেকে  নিখোঁজ নিরাপত্তা কর্মীর রক্তমাখা পোশাক ও লাঠি উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার রাত দুইটা পর্যন্ত ডিউটির পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নিরাপত্তা কর্মীর নাম মন্টু মিয়া(৫০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার এনায়েত পুর গ্রামের বাসিন্দা এবং রাজফুলবাড়িয়ার দিন ইসলাম মতব্বরের বাড়ির ভাড়াটিয়া।

নিখোঁজ মন্টু মিয়ার ফুফাতো ভাই দেলোয়ার হোসেন জানান, রাত দুইট পর্যন্ত এলাকায় তার সাড়া শব্দ পাওয়া যায়। সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়না।পরে স্থানীয় একটি কাগজের গোডাউনের সামনে তার রক্তমাখা পোশাক পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের পোশাক উদ্ধার করে। নিখোঁজের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
তবে মোবাইল ফোন বন্ধ ও রক্ত মাখা পোশাক পড়ে থাকতে দেখে  অনেকেই ধারনা করছেন, তাকে হত্যা করে পোশাক খুলে লাশ গুম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে  সাভার মডেল থানার এ এস আই আনোয়ারুল  জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সকল তথ্য নেয়া হয়েছে। এ ঘটনায়  নিখোঁজের ছেলে আশরাফুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।