লিবিয়ার ত্রিপোলির কাছে একটি দুর্গম মরুভূমি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ৯৭ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ।
লিবিয়ার গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, আটককৃতদের অধিকাংশই আফ্রিকার নাগরিক।
লিবিয়ার এই দুর্গম এলাকাটি মিশর, সুদান, নাইজার ও চাদের সীমান্ত সংলগ্ন।
ত্রিপোলি গোয়েন্দা বাহিনীর প্রধান আবদুল্লাহ আল হাইশারি জানান, এই অঞ্চল দিয়েই অবৈধভাবে লোকজনকে ইউরোপ নিয়ে যায় মানব পাচারকারীরা।
গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১৪ সালে এই অঞ্চল দিয়ে প্রায় তিন লাখ লোক ইউরোপে পাচার করা হয়। জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যাদের মধ্যে প্রায় দুই লাখ আঠারো হাজার মানুষ ভূমধ্যসাগর দিয়ে এই অঞ্চলে প্রবেশ করে।