বাংলা চলচ্চিত্রে কিংবদন্তী চিত্র নায়িকা শাবানা। ‘শাবানা চলচ্চিত্র সপ্তাহ’ শিরোনামে তার চলচ্চিত্রগুলো এটিএন বাংলায় প্রচার হবে রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে। শাবানা সপ্তাহের প্রথম দিন আজ প্রচার হবে বেলাল আহমেদ পরিচালিত ‘ঘর আমার ঘর’ ছবিটি। আগামীকাল প্রচার হবে বাদল খন্দকার পরিচালিত ‘বিশ্বনেত্রী’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, আমিন খান, শাহনাজ। ১৭ মার্চ প্রচার হবে বেলাল আহমেদের ‘বন্ধন’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, চম্পা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। ১৮ মার্চ প্রচার হবে মোস্তফা আনোয়ারের ‘বাংলার মা’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, অমিত হাসান, শাবনাজ প্রমুখ। ১৯ মার্চ প্রচার হবে মো. শাহাবুদ্দিন পরিচালিত ‘সন্ধান’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, রাজ্জাক, রানী, রাজিব, সুজন প্রমুখ। ২০ মার্চ প্রচার হবে কামাল আহমেদের ‘ব্যথার দান’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, দিলার প্রমুখ। এছাড়া শাবানা সপ্তাহের শেষ দিনে অর্থাত্ ২১ মার্চ প্রচার হবে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘ভাবীর সংসার’। এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, সুনেত্রা, নাসরিন প্রমুখ।