ঘূর্ণিঝড়ে ভানুয়াতুতে ব্যাপক ক্ষতি

SHARE
vanuatu15শক্তিশালী ঘূর্ণিঝড় ‘পামের’ আঘাতে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের দ্বীপ দেশ ভানুয়াতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাহায্য সংস্থা অক্সফামের বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চম ক্যাটাগরির ঘূর্ণিঝড় পামের আঘাতে ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেডক্রসের একজন মুখপাত্র পরিস্থিতিকে অনেকটা মহাপ্রলয়ের সঙ্গে তুলনা করেছেন।
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা বাড়তে পারে।
ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য আবেদন জানিয়েছে সাহায্য সংস্থাগুলো। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, আশ্রয় ও ওষুধ সরবরাহের আহ্বান জানিয়েছে।
প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের ছোট-বড় ৬৫টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতুর জনসংখ্যা ২ লাখ ৬৭ হাজার। রাজধানীতে পোর্ট ভিলায় বসবাস করে প্রায় ৪৭ হাজার মানুষ।
রোববার অক্সফাম অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে পোর্ট ভিলার প্রায় ৯০ শতাংশ বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার শেষ রাতের দিকে সুপার সাইক্লোন পাম আঘাত হানে ভানুয়াতুর উপকূলীয় এলাকায়। এ সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল)।
ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর শনিবার অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছিল, ঝড়ের তাণ্ডবে ভানুয়াতুর একটি প্রদেশে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। তবে ওই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
নিউজিল্যান্ডে ইউনিসেফের নির্বাহী পরিচালক ভিভিয়েন মাইডাবর্ন এক বিবৃতিতে বলেন, ‘যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি।’
রেডক্রসের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অরেলিয়া বাল্প এএফপিকে বলেন, ঘূর্ণিঝড়ে ভানুয়াতুর দক্ষিণাঞ্চলেই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ওই অঞ্চলের অধিবাসীদের অনেকেই ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বাঁচতে প্রথাগত কৌশল হিসেবে মাটির নিচে তৈরি করা বাঙ্কারে আশ্রয় নেন। আর অন্যরা নিরাপদ আশ্রয়ে সরে যান।