পুলিশের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাসটি ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশের জয়েনভিল শহরের কাছে প্রায় ৪০০ মিটার (১ হাজার ৩০০ ফুট) গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে অন্তত ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
প্রাদেশিক সরকারের মুখপাত্র ক্লদিও থমাস বার্তাসংস্থা এএফপিকে জানান, এলাকাটি দুর্গম হওয়ায় রাতে সেখানে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়ে।
তিনি জানান, সেখানে একটি হেলিকপ্টার পাঠানো হলেও পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলের মধ্যে সেটি অবতরণ করতে পারেনি।
ক্লদিও থমাস জানান, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৩২ জন নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে উদ্ধারকর্মীরা আরও কিছু মৃতদেহ উদ্ধার করে।
এছাড়া দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা তিন শিশু হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলেও জানান তিনি।