গত এক বছরে ৫০টিরও বেশি হামলা চালিয়েছে সে৷ তার আক্রমণে রক্তাক্ত হয়েছে বহল মানুষ৷ এককথায় তার ভয়ে রীতিমতো তটস্থ ছিল শহরবাসী৷ অবশেষে শুক্রবার ধরা পড়েছে সে৷ তবে শনিবারই খবরটি প্রকাশ্যে আসে৷
এদিন এএফপির একটি প্রতিবেদনে তুলে ধরা হয় এই আক্রমণকারীর গল্প৷ এটা কোনো ডাকাত বা দুষ্কৃতীর গল্প নয়, নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলের একটি শহরের এক ‘দুষ্টু’ প্যাঁচার কাহিনী৷ তার উৎপাতেই চোখে সরষে ফুল দেখার উপায় হয়েছিল শহরবাসীর৷ অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে, আমস্টারডামের এই পুরমারেন্ড শহরের অধিবাসীরা প্যাঁচাটিকে ‘সন্ত্রাসবাদী’ উপাধি দেয়৷ এই প্যাঁচাটির ভয়ে গত এক বছরে সন্ত্রস্ত ছিল স্থানীয় বাসিন্দারা৷ প্যাঁচার আক্রমণের ভয়ে রাতেও ছাতা নিয়ে চলাচল করত লোকজন৷ সঙ্গে অস্ত্রশস্ত্রও রাখতে বাধ্য হন তারা
অতর্কিতে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে শিকারকে রক্তাক্ত করার অভিযোগ রয়েছে এই সন্ত্রাসবাদী প্যাঁচাটির বিরুদ্ধে৷ এই প্যাঁচাটিকে বাগে আনতে উঠেপড়ে লাগে স্থানীয় প্রশাসন৷ সংরক্ষিত হওয়ায় প্যাঁচাটি ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নেয় পুরমারেন্ড সিটি কাউন্সিল৷ এর পরই ধরা হয় এটিকে৷ তবে ভালোই আছে প্যাঁচাটি৷ জুতসই জায়গা পাওয়া গেলে সেখানে স্থানান্তর করা হবে তাকে৷