সিরিয়া সংঘাতে ৬ শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত

SHARE

doctor siriyaসিরিয়ায় গত চার বছরের গৃহযুদ্ধে চিকিৎসকসহ ছয় শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯৭ শতাংশই নিহত হয়েছেন সরকারি বাহিনীর হামলায়।

ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস নামে একটি আন্তর্জাতিক সংগঠন বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে সিরিয়ায় গণঅভ্যুত্থান শুরুর পর থেকে তারা ১৮৩টি চিকিৎসা সংক্রান্ত স্থাপনায় ২৩৩টি হামলার ঘটনা রেকর্ড করেছে।

সংগঠনটি জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী ৮৮ শতাংশ হামলার জন্য দায়ী এবং সরকারি বাহিনীর হামলায় ৯৭ শতাংশ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এছাড়া ১৩৯ জনকে সরাসরি নির্যাতন ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংগঠনটি।

চিকিসৎক হত্যা কিংবা হাসপাতাল ধ্বংসের কারণে শত শত কিংবা হাজার হাজার সিরিয়ান ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সংগঠনটির তদন্ত বিভাগের পরিচালক এরিন গাল্লাঘার জানিয়েছেন।

দেশটির সামরিক বাহিনী বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকার হাসপাতাল তথা চিকিৎসা সুবিধা সংক্রান্ত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বলে সিরিয়ার মানবাধিকার কর্মীরা বরাবরই অভিযোগ করছেন। সূত্র: আলজাজিরা।