নিউজিল্যান্ডকে রুখতে মূল অস্ত্র স্পিন!

SHARE

sakib27বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল হ্যামিল্টনে পা দেয়ার পর শুরু হয়ে গেছে প্রস্তুতিও।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দুবারের হোয়াইটওয়াশের নেপথ্য কারিগর বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা। এখন পর্যন্ত বিশ্বকাপে টাইগার স্পিনাররা জ্বলে উঠতে না পারলেও প্রতিপক্ষের স্পিন দুর্বলতাকে কাজে লাগানোর কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে বাংলাদেশের স্পিনাররা এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ওদিকে নিউজিল্যান্ডের পাঁচ জয়েই অবদান রয়েছে ওপেনার ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের।

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে শুরুতেই ম্যাককালামকে ফেরাতে হবে। সেজন্য কার্যকর অস্ত্র হতে পারে স্পিন। সেডন পার্কের অনুশীলনে তেমনটাই জানালেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে।

ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানে জয়ের ম্যাচে স্পিনাররা কোনো উইকেট পাননি। তবে তাদের প্রতি আস্থা হারাননি কালপাগে। তিনি বলেন, বাংলাদেশের পরিকল্পনায় ভালোভাবেই থাকবে স্পিনাররা।

স্পিনারদের বিপক্ষে ম্যাককালামকে এখনও শুরু করতে হয়নি। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমি মোটামুটি নিশ্চিত, উইকেট স্পিনারদের সহায়তা করবে।