খুলনা : জেলার কয়রার সুন্দরবনসংলগ্ন হংসরাজের চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত হাসান আলী সানা (৩০) জলদস্যু রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এএসআই মিঠুন কুমার দাশসহ তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি বন্দুক, তিনটি পাইপগান ও ১০ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্যামনগরের গাবুরা এলাকা থেকে রাঙা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আলী সানাকে গ্রেফতার করে কয়রা থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে রাত ৪টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সুন্দরবনের হংসরাজ চরে গেলে আগে থেকে অবস্থান নেওয়া জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
এক সময় জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে জলদস্যু হাসান আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, নিহত হাসান আলী সানার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।