আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন তারকারা

SHARE

argentinaএল সালভাদোর, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন দলটির কোচ জেরার্ডো মার্টিনো। আর এ দলে থাকছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন ও কার্লোস তেভেজের মত তারকারা।

গত মঙ্গলবার ২২ সদস্যের দল ঘোষাণা করেন মার্টিনো। এ দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন রিয়াল সোসিয়েদাদের গোলকিপার জারোনিমো রুলি। সেই সঙ্গে আবারো সুযোগ দেয়া হয়েছে ব্রাজিল বিশ্বকাপ না খেলা তেভেজকে।

আর বিশ্বকাপের পরে দল থেকে বাদ পড়া ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিসকেও দলে রাখা হয়েছে।

আগামী ২৮ মার্চ ওয়াশিংটনে এল সালভাদোরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ৩১ মার্চ ইস্ট রাদারফোর্টে ইকুয়েডরের বিপক্ষে লড়বে আলবেসেলিস্তারা। পরে এপ্রিলে নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে মার্টিনোর শিষ্যরা।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: নাহুয়েল গাজম্যান, সার্জিও রোমেরো ও জারোনিমো রুলি।

রক্ষণভাগ: ইজিকুয়েল গ্যারে, পাবলো জাবালেটা, মার্কোস রোহো, ফাসুন্দো রঞ্চাগলিয়া, মাতেও মুসাচ্চিও, লুকাস ওরবান ও নিকোলাস ওটামেন্দি।

মধ্যমভাগ: জাভিয়ার পাস্তেরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, লুকাস বিগলিয়া, রোবের্টো পেরেরা, এভার বেনেগা, এনজো পেরেজ ও  জাভিয়ার মাশ্চেরানো।

আক্রমণভাগ: ইজিকুয়েল লাভেজ্জি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, কার্লোস তেভেজ, লিওনেল মেসি।