অকল্যান্ডে বাংলাদেশ

SHARE

bdcricket5অসাধারণ এক জয়ের রোমাঞ্চ নিয়ে অ্যাডিলেড ছেড়েছে বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে, কিছুটা নির্ভারও এখন টাইগাররা।

নিজেদের বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার শেষ আটে উঠল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে প্রথমবার ও সোমবার মাশরাফির নেতৃত্বে দ্বিতীয়বার মর্যাদার এই সুপার এইটে উন্নীত হলো বাংলাদেশ।

অ্যাডিলেড ছেড়েছে বাংলাদেশ মঙ্গলবার সকালেই। অ্যাডিলেড থেকে অকল্যান্ডে গিয়েছে মাশরাফির দল। অকল্যান্ডেই আজ থাকবে টাইগাররা। বুধবার সকালে গোটা দল যাবে হ্যামিল্টনে। যেখানে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির বাহিনী।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানের জয়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবকটি জিতে স্বাগতিক কিউইরা অসাধারণ ফর্মে রয়েছে। বিশ্বকাপে ফর্ম, শক্তি বিবেচনায় ব্ল্যাক ক্যাপসরা অনেক এগিয়ে মাশরাফি-সাকিবদের চেয়ে। তারপরও উড়ন্ত বাংলাদেশের সামনে কোনো দলই স্বস্তিতে থাকবে না।