শাহজালালের পোস্ট অফিস থেকে ৮০ ভরি স্বর্ণ উদ্ধার

SHARE

goldশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে থাকা একটি পার্সেলের কার্টন থেকে ৮০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে থাকা ওই কার্টন তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে ৫৮২) করে পার্সেলটি শাহজালালে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে গিয়ে পার্সেলে আসা কার্টনটি স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে স্বর্ণের উপস্থিতি ধরাপরায় বাক্সটি খুলে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
দুবাই থেকে মোহাম্মদ নামের এক ব্যক্তি ঢাকার বায়তুল মোকাররম এলাকার একটি ইলেট্রনিক্সের দোকানের ঠিকানায় পার্সেলটি পাঠান। বাক্সের গায়ে ‘ই-১০, নিউ সুপার মার্কেট, বায়তুল মোকাররম, ঢাকা’ ঠিকানা লেখা ছিল।
স্বর্ণ আটকের সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টমসের যুগ্ম-কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, ‘বিমানবন্দরে যাত্রীদের লাগেজ তল্লাশিতে কড়াকড়ি আরোপ করায় চোরাচালানিরা ভিন্ন পথ অবলম্বন করছে।’
উল্লেখ্য, বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে এর আগেও স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গত ৬ মার্চ উত্তর কোরিয়ার এক কূটনীতিকের লাগেজ থেকে ২৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।