অপ্রতিরোধ্য ভারতীয় ব্যাটিং

SHARE
Cricket World Cupহ্যামিল্টনে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২৬০ রানের লক্ষ্যে বেশ ভালো মতোই এগিয়ে চলেছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১২১ রান
জয়ের জন্য ৩৩ ওভারে দরকার ১৩৯ রান। শিখার ধাওয়ান ৬১ এবং রোহিত শর্মা ৪৬ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৫৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
বিশ্বকাপে পুল ‘বি’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ম্যাচটি জেতা দরকার- এমন সমীকরণ নিয়ে মাঠে নামে আয়ারল্যান্ড। টস জিতে শুরুটাও ভালো হয়।
বলের সঙ্গে পাল্লা দিয়ে রান  তুলছিলেন দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড এবং পল স্টার্লিং। ৮৯ বলেই দলের স্কোরে জমা হয় ৮৯ রান।
১৫তম ওভারের শেষ বলে স্টার্লিংকে ফিরিয়ে দেন রবিচন্দ্র অশ্বিন।
আর ৩ রান যোগ করতেই অবশ্য সুরেশ রায়নার বলে বোল্ড হয়ে ফিরে যান গত ম্যাচের সেঞ্চুরিয়ান এড জয়েসও।
 দলের রান দেড়শর কাছাকাছি নিয়ে মোহিত শর্মার শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পোর্টারফিল্ড। ৯৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক।
তারপরও অবশ্য নেইল ও’ব্রায়েন এবং অ্যান্ড্রু বিলবারনির জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল আয়ারল্যান্ড। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ৫১ রান।
২৪ রান করে অশ্বিনের বলে বিলবারনি আউট হতেই ভাঙন ধরে আইরিশ ইনিংসে।
পুল ‘এ’তে চারটি ম্যাচ খেলে ইতিমধ্যে গ্রুপের শীর্ষে আছে ভারত।