কমলনগরে যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা

SHARE

marder1ক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রাশেদা বেগমকে (২৪) গলা কেটে হত্যা করেছে মো. সুমন (৩০)। ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছেন।

সোমবার গভীররাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের রব বাজার এলাকার হাবাজুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম রব বাজার এলাকার মৃত তাজল হকের মেয়ে ও  কুমিল্লার বালুতুলার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে সুমনের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিন উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, পাঁচ বছর আগে রাশেদা ঢাকায় গামের্ন্টে চাকরি করতো। সেখানে চাকরি করার সময় সুমনের সঙ্গে প্রেম করে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকেই সুমন কমলনগরে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছে। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের টাকার জন্য সুমন রাশেদাকে মারধর করত।

কয়েকদিন আগে সুমন রাশেদার কাছে ৩০ হাজার টাকা চায়। রাশেদা এই টাকা দিতে পারবেনা জানালে সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন রাশেদাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।