জেলার বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে সোমবার বিকেলে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।
উপজেলার সিংধা ইউনিয়নের ধারাম গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাজী সাখাওয়াত হোসেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াহেদের ছেলে।
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, স্থানীয় ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেনকে পেট্রোল বোমা মেরে হত্যার হুমকি প্রদর্শন এবং তার গাড়ি ভাংচুরের চেষ্টার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইউএনওর গাড়ি চালক আবদুল খালেক বাদি হয়ে গত ১০ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করেন। মামলার পর থেকে চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন পালিয়ে বেড়াচ্ছিলেন। বারহাট্টা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করে।
বারহাট্টা ইউএনও এসএম জাহাঙ্গীর হোসেন জানান, গত ১০ ফেব্রুয়ারি অফিস থেকে জেলা শহরে যাওয়ার সময় স্থানীয় মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাজী সাখাওয়াত গাড়ি থামিয়ে ইউএনওকে পেট্রোল বোমা মেরে হত্যা ও গাড়ি ভাংচুরের হুমকি দেন।