নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে কোস্টগার্ড ৫ মণ হরিণের মাংস ও ৭৭টি অতিথি পাখি উদ্ধার করেছে।
কোস্টগার্ডের স্থানীয় কমান্ডার সাব লে: হাসানুর রহমান জানিয়েছে রাত তিনটার দিকে তারা ধলেশ্বরী নদীতে রাজহংস-৮ লঞ্চটিতে অভিযান চালান।
লঞ্চটি যাত্রী সহ দক্ষিণাঞ্চলীয় বরিশালের হিজলা উপজেলা থেকে ঢাকার দিকে আসছিল।
মি. রহমান জানান লঞ্চের ভেতরে বড় ঝুড়ির ভেতর প্যাকেট করা অবস্থায় হরিণের মাংস এবং জবাই করা পাখিগুলো পাওয়া যায়।
তিনি জানান উদ্ধার করা মাংস ও পাখিগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বা এসব মাংস ও পাখি কারা আনছিল সে সম্পর্কে কোনো তথ্য কোস্ট-গার্ড জানাতে পারেনি।– বিবিসি