দিনাজপুরে বিএনপির সমাবেশে পুলিশের বাধা, আটক ৮

SHARE

dinajpurদিনাজপুরে বিএনপির সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এতে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় বিএনপির কর্মীরা ট্রাক, ইজিবাইকসহ কয়েকটি দোকানে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ করা হয়।
পুলিশ অবশ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা অস্বীকার করেছে।
সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে শহরের ইন্সটিটিউট প্রাঙ্গনে সমাবেশ ডাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী। সকাল ১১ টা থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে জড়ো হতে থাকলে প্রথমে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
এর প্রতিবাদে দুপুর ১২ টার দিকে তারা লিলির মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের মুন্সিপাড়া এলাকায় আসলে একটি ট্রাক, দুটি ইজিবাইক ও কয়েকটি দোকানে হামলা ও ভাংচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। ঘটনার সময় পুলিশ আটজন বিএনপির নেতাকর্মীকে আটক করে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি কেএম খালেকুজ্জামান জানান, এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। তবে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। ভাংচুরের সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।