গৃহহীনদের শহর ছাড়াতে ফ্রি ওয়ান-ওয়ে টিকেট

SHARE

polandগৃহহীনদের শহর ছাড়তে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে ওয়ান-ওয়ে টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ডের একটি শহর কর্তৃপক্ষ।

পোল্যান্ডের পশ্চিম সীমান্তে জার্মানি সংলগ্ন ওই শহরে অন্তত ৫০ জন গৃহহীন রয়েছেন।

এদের মধ্যে কয়েকজন সমুদ্র সৈকতের কাছে বাঙ্কার খুঁড়ে বসবাস করছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে এভাবে গৃহহীনদের অবস্থান পর্যটকদের অনুৎসাহিত করছে।

তাছাড়া কর্তৃপক্ষ শহরের ভাবমূর্তিও উজ্জ্বল করতে চাইছেন।

কর্মকর্তারা বলছেন গৃহহীনদের অনেকে অন্য এলাকা থেকে ওই শহরে এসেছেন।

বিনামূল্যে ট্রেনের টিকেট দেয়ার এ নীতি এসব গৃহহীন বাড়ি ফিরে যেতে সহায়তা করবে বলেও মনে করছেন তারা।

কিন্তু এ পর্যন্ত মাত্র তিনজন কর্তৃপক্ষের অফার গ্রহণ করেছে আর বাকীদের অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

একজন বলেছেন তিনি সুযোগটি নেবেন তার পরিবারকে দেখে আসার জন্য।

আরেকজন অফার প্রত্যাখ্যান করে বলেন, “আমি এখানে ১৯ বছর ধরে আছি এবং এটি আমি পছন্দ করি।”

দেশটির পার্লামেন্টের একজন সদস্য অবশ্য গৃহহীনদের সমস্যার সমাধানে সহায়তা না করে এভাবে তাড়ানোর নীতির কঠোর সমালোচনা করেছেন।– বিবিসি