
আটক শফিকুল ইসলাম তুহিন মহানগর যুবদলের সভাপতি। তার সাথে আরও আটক হয়েছেন মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন ও বিজেপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সেন্টু। এছাড়া রয়েছে ২০ দলের কর্মী সৈকত, জুলহাস, মাহামুদুল রাজু এবং তুহিন ইসলাম।
সোমবার বেলা ১২টার দিকে খুলনা মহানগরীর নতুন বাজার এলাকায় হরতাল সমর্থনে বের করা ২০ দলের মিছিল থেকে তাদের আটক করা হয়।
খুলনা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুবদল সভাপতি তুহিনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে মামলা আছে কি-না তা যাচাই করে দেখা হচ্ছে।