শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে মেলানো ঠিক হবে না: পরিকল্পনা মন্ত্রী

SHARE

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে মেলানো ঠিক হবে না। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শ্রীলংকার পরিস্থিতি দেখে সাবধানী হচ্ছে বাংলাদেশ। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সাথে তাদেরকে মেলানোর কোন সুযোগ নেই।

মন্ত্রী জানান, একনেক বৈঠকে কক্সবাজারে ফিস একুরিয়াম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, নদী খননের ক্ষেত্রে সময়মতো কাজ শেষ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের দেয়া উন্নয়ন ব্যয় কমিয়ে আনার পরামর্শের কথাও উল্লেখ করেন তিনি। জানান, অপ্রয়োজনীয় কোন প্রকল্প নিবেনা সরকার।

একনেকে মোট ১২ হাজার ১৬ কোটি টাকা ব্যয়ের ১২ টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।