বি.চৌধুরীর চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিন প্রস্তাব

SHARE

bchow26সাবেক রাষ্ট্রপ্রতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিন প্রস্তাব দিয়েছেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত  সমাবেশে তিনি এ প্রস্তাব দেন।

প্রস্তাবগুলো হলো, প্রথমত: বর্তমান রাষ্ট্রপ্রতির অধীনে একটা জাতীয় সরকার গঠন, যারা নবম জাতীয় সংসদে সদস্য ছিলো  তারা জাতীয় সরকারে মন্ত্রী হতে পারবে কিন্তু নির্বাচনে নির্বাচনে অংশ নিতে পারবে না।

দ্বিতীয়ত: সরকার প্রতিষ্ঠার পর প্রথম কাজ হবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। এই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে।

তৃতীয়ত: এই নির্বাচন হতে হবে তিন থেকে ছয় মাসের মধ্যে।

বি চৌধূরী বলেন, দেশ এখন গণতন্ত্রের অপেক্ষায় আছে, যে দেশেয় ৯০ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে তাদেরকে ঠেকিয়ে রেখে কেউ টিকতে পারবে না।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাথেন, ড্যাবের সভাপতি ড. আজিজুর হক, ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ প্রমুখ