পূর্বঘোষিত সময়সূচি অনুয়াযী ১ এপ্রিল থেকেই শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ একথা জানিয়েছেন। অার পরীক্ষা শেষ হওযার ৬০ দিনের মধ্যেই এসএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য তাদের কোনো কর্মসূচি প্রত্যাহার করেনি। এরপরও চলতি মাসেই আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ করব। এ ছাড়া পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।’
তিনি বলেন, ‘ভবিষৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা শত বাঁধা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ১ এপ্রিলেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করব।’
এদিকে, শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশব্যাপী নির্বিঘ্নে এসএসসির বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাগুলো ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানের কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা স্থগিত করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে প্রতিটি পরীক্ষা হরতালের কারণে পরিবর্তিত সময়ে অনুষ্ঠিত হয়েছে।