জিম্বাবুয়েকে ৩৩২ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

SHARE

irland8বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। হোবার্টে টস নামক ভাগ্য পরীক্ষায় অবশ্য জয়ী হন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলর। তবে ব্যাট করতে আমন্ত্রণ জানান আয়ারল্যান্ডকে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৩১ রান। জয়ের জন্য জিম্বাবুয়েকে করতে হবে ৩৩২ রান।

ব্যাট হাতে আয়ারল্যান্ডের জয়েসি ১১২ রান করেন।  ৯৭ রান আসে বালবিরিনির ব্যাট থেকে। ২৯ রান করেন পোর্টারফিল্ড। এ ছাড়া উইলসন ২৫ ও কেভিন ও’ব্রায়েন ২৪ রান করেন। বল হাতে জিম্বাবুয়ের শন উইলিয়ামস ও তেন্তাই চাতারা ৩টি করে উইকেট নিয়েছেন।

বিশ্বকাপে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি। তাই আজকের ম্যাচটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

আজকের ম্যাচে নেই জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক এলটন চিগম্বুরা। তার পরিবর্তে রেগিস চাকাবাকে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে মার্ক সোরেসেনের পরিবর্তে আয়ারল্যান্ড দলে এসেছেন আলেক্স কুসাক।