বুধবার কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ

SHARE

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বুধবার সাক্ষাৎ করবেন পাঁচ সদস্যের আইনজীবী দল।

আইনজীবী শিশির মো. মনির মঙ্গলবার জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কাkamruzzamanরাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন ৫ সদস্যের আইনজীবী দল।

শিশির মো. মনির ছাড়া অপর আইনজীবীরা হলেন—এ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।

এর আগে ২১ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন এই আইনজীবী প্রতিনিধি দল।

১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওইদিন রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রায়ের কপি পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।