খালেদার ডাকা হরতাল-অবরোধ অকার্যকর: অর্থমন্ত্রী

SHARE

muhit28বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধ ‘অকার্যকর’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ এবং ‘ইন্টার ইউনিভার্সিট আইটি ফেয়ার ২০১৪’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের হরতাল-অবরোধ এখন অকার্যকর। বাস্তবিক অর্থে এখন আর কেউ হরতাল-অবরোধ মানছেনা।’
তবে হরতাল-অবরোধ নিয়ে জনগণের মধ্যে সামান্য ভীতি কাজ করছে- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘হরতাল-অবরোধে অর্থনৈতিক এবং মানুষের মনে ভীতি ছাড়া আর কোনো প্রভাব পড়ছে না।’
পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পাবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য এবং স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোল্লা মাহমুদ হাসান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ  প্রমুখ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা সংলাপের নামে জঙ্গিদের সঙ্গে মিটমাটের কথা বলেন তারা পাকিস্তানের দালাল। তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।’
সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে রোববার পাবিপ্রবিতে উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল সাঁজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রশাসনিক ভবন।