খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা ১৬ এপ্রিল

SHARE

khaleda22বংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের বিভিন্ন ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর বিষয়ের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।

এ মামলায় প্রধান আসামী করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়াকে।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে আদেশ দেন। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। কিন্তু মামলার তদন্তকারী গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত) প্রতিবেদন দাখিল করেনি।

মামলায় অপর অভিযুক্তরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

গত ২ ফেব্রুয়ারি আ’লীগের সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি মামলাটি দায়ের করে।