বলিউডের গ্ল্যামার গার্ল প্রিয়াংকা চোপড়ার ঝুলিতে রয়েছে বিচিত্র চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। এর জন্য তার অর্জনেরও কমতি নেই।
সম্প্রতি যোগ হতে চলেছে আরও একটি অর্জন। সেটি হল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) নারী এজেন্টের ভূমিকায় অভিনয়।
ইন্ডিয়া টুডে জানায়, আমেরিকান টেলিভিশন চ্যানেল এবিসির হাইভোল্টেজ ড্রামা কোয়ান্টিকোতে এফবিআইয়ের একজন শিক্ষানবিস এজেন্টের চরিত্রে অভিনয় করবেন ৩২ বছর বয়সী প্রিয়াংকা।
ইতোমধ্যেই চ্যানেলটির সঙ্গে এক বছরের চুক্তিতে সই করেছেন পিসি। এতে এ্যালেক্স ওয়েবার নামে একজন মেধাবী ও আকর্ষণীয় এজেন্ট হিসেবে তাকে দেখা যাবে। এর আগে একই ধরনের সিরিয়ালে অভিনয় করেন অনিল কাপুর ও নিরমত কৌর।
‘কোয়ান্টিকো’ ড্রামাটি যৌথভাবে প্রযোজনা করছেন মার্ক গর্ডন, জোস সাফরান ও নিক পেপার।




