নাগরিক ঐকের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে সেখানে নেয়া হয়।
ব্যাব প্রথম জানায় মান্নাকে গ্রেফতার করা হয়েছে। এরপর বলা হয়, গুলশান থানায় হস্তান্তর করেছে র্যাব।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মান্নাকে র্যাব আটক করেছিল। রাত ১২টার পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের গুলশান জোনের এসি নুরুল আলম জানান, মান্নার বিরুদ্ধে যে জিডি আছে তার সঙ্গে রাষ্ট্রদ্রোহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার গভীর রাতে মান্নাকে বনানীতে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করে সাদা পোশাকধারী ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা’। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর দায় নেননি। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।