দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেয়া হবে

SHARE

bodi22দুর্নীতি দমন কমিশনের (দুদুক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, শুধু দুর্নীতি দমন করলেই আমাদের দেশ থেকে দুর্নীতি যাবে না। এটা এমন এক রোগ যাকে অঙ্কুরেই বিনষ্ট করতে হয়। এখন থেকে দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের প্রতি বেশি গুরুত্ব দেয়া হবে।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারা বিশ্ব এখন দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া আমাদের দুদক আইন ২০০৪-এ দুর্নীতি প্রতিরোধের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাই আমরা এখন থেকে দুর্নীতি প্রতিরোধের উপর জোর দেবো।