নীলফামারীতে আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

SHARE

fire31নীলফামারীর ডিমলা উপজেলায় আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ডিমলা উপজেলার ভিতর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিমলা উপজেলার চুড়ি পট্টি এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডিমলা, ডোমার ও নীলফামারীর ৩টি ইউনিট এসে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। এর মধ্যে ইলেকট্রনিঙ, চুড়ি, গোলামাল, মনিহারী ও কাপড়ের দোকান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ভূমেন্দ্রনাথ বর্মন জানান, আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।