২৩ বছর পর ঘানাকে হারিয়ে আইভোরি কোস্টের দখলে আফ্রিকা কাপ অফ ন্যাশনস৷ নির্ধারিত সময় পর্যন্ত খেলা অমীমাংসিতই (০-০) থাকে৷ অতিরিক্ত সময় পেনাল্টিতে খেলার ভাগ্য নির্ধারিত হয়৷ পেনাল্টিতে ৯-৮ জিতে যায় ইয়া ত্যুরে অ্যান্ড কোং৷ ঠিক যেন ইতিহাসেরই পুনারবৃত্তি ঘটল এস্তাদিয়ো দে বাটায়৷
১৯৯২ সালে ঠিক একইভাবে পেনাল্টি শ্যুট আউটে ঘানাকে হারিয়েই আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসন ছিনিয়ে নিয়েছিল আইভোরি কোস্ট৷এদিনও তাই হলো৷ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার৷ এদিন গোল-না হলেও ম্যাচের ৫৫ শতাংশ দখল ছিল ত্যুরেদের কাছে৷ এদিন আইভোরি কোস্টের দলে ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা ফুটবলার ত্যুরে ও উইলফ্রায়েড বনি৷ কিন্তু কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি৷ ফলে ৯০ মিনিট পার করে ১২০ মিনিটেও স্কোরলাইনে কোনও পার্থক্য আসেনি৷শেষ পর্যন্ত পেনাল্টিতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়৷