রাজশাহীর দুর্গাপুরে রাগের মাথায় স্বামীকে কুপিয়ে খুন করেছেন এক গৃহবধূ।
শনিবার গভীর রাতে দুর্গাপুরের আদিবাসী খ্রিস্টান পল্লীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, শনিবার রাতে খ্রিস্টান পল্লীর বাসিন্দা তাপস পান্না (৩৫) ও তার স্ত্রী তৃণা লাকড়ার (৩৩) ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তৃণা ধারালো হাসুয়া দিয়ে তাপসকে কোপ দেন। আহত অবস্থায় তাপসকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। রাত ১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।
ঘটনার পর তৃণা লাকড়াকে গ্রেফতার করে পুলিশ। স্বামীকে হত্যার কথা স্বীকার করে তৃণা পুলিশকে বলেন, ‘হত্যা নয়, রাগের মাথায় কোপ দিয়েছি। এতে তার মৃত্যু হবে তা ভাবিনি।’
তাপস পান্নার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাই রুপস পান্না বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই তাপস তার শ্বশুড় বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থাকতেন। তাপস-তৃণার একমাত্র ছেলে গ্রামের মিশন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।