বোমা হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে নির্মূল করা হবে

SHARE

rabbiজাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, বাসে পেট্রোল বোমা মেরে বাসযাত্রীদের হত্যাকারীদের ধরতে সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের নির্মূল করা হবে।

তিনি রোববার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গাইবান্ধায় বাসে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, খালেদা জিয়ার তাণ্ডবলীলা, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, বাস পুড়িয়ে দেওয়া, পুলিশের ওপর হামলা জনগণকে সঙ্গে নিয়ে বন্ধ করা হবে।

২০০১ সালে খালেদা জিয়া যেভাবে ক্লিন হার্ট অপারেশনের নামে মানুষ হত্যা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী চান না সেভাবে অভিযান চালাতে। আমরা জনগণের সহায়তায় এসব নাশকতা অবশ্যই প্রতিরোধ করতে সক্ষম হব।

ডেপুটি স্পিকার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা সদর আসনের সাংসদ মাহবুব আরা গিনি, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মেদ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবদুল কাদের, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন ও অন্যরা।