ম্যারাডোনার নামে নামাঙ্কিত হতে চলেছে নাপোলির স্টেডিয়াম

SHARE

ফুটবলের রাজপুত্রের প্রয়াণের পর নেপলস্-এর মেয়র লুইজি দ্য ম্যাজিস্ট্রেট নাপোলি ফুটবল ক্লাবকে আর্জি জানিয়েছিলেন যে তাদের স্টেডিয়ামের নাম সান পাওলো বদলে দিয়েগো ম্যারাডোনা নামে নামাঙ্কিত করার জন্য। সেই প্রস্তাব মেনে নিয়ে ইতালির ফুটবল জায়ান্ট নাপোলি তাদের হোম গ্রাউন্ডের নামকরণ করতে চলেছে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়াম নামে।

ফুটবল কেরিয়ারে নাপোলিতে দীর্ঘ দিন কাটিয়েছেন ফুটবলের রাজপুত্র। ১৯৮৭ এবং ১৯৯০ সালে সিরি-এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ম্যারাডোনা। নাপোলিকে উয়েফা কাপ জিতিয়েছিলেন তিনি। ক্লাবের কিংবদন্তি ফুটবলারের চলে যাওয়ায় কার্যত শোকের আবহে গোটা নেপলস শহর।

ম্যারাডোনার মৃত্যুর পর ইউরোপা লিগের ম্যাচে রিজেকার বিরুদ্ধে প্রিয় তারকা মারাদোনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন নাপোলির ফুটবলাররা।