বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলায় লবন বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ট্রাকের চালক ও তার সহকারী মারা গেছেন। ‘দুর্ঘটনার’ পর ট্রাকটিতে লাগা আগুনের কারণে এটিকে ‘পেট্রোলবোমা হামলার’ ঘটনা বলছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি এটি একটি দুর্ঘটনা।
সোমবার রাত ১টার দিকে উপজেলার সুন্দরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক নুর হোসেন ও তার সহকারী জাফর রাঢ়ীর শরীরে পোড়া চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নুর হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার আয়নাবাজ কালাইয়া গ্রামে। আর জাফর রাঢি পটুয়খালীর দশমিনা উপজেলার বহরম পুর গ্রামের মৃত শাহজাহান রাঢ়ীর ছেলে।
তবে বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ বলেন, ‘ট্রাকটি লবণ নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে তার আগেই চালক ও সহকারী মারা যান।’