‘পিকে’ ভারতীয় সিনেমায় এক মাইলস্টোন। আমির খান তার নিজের তৈরি ‘ধুম থ্রি’র রেকর্ড ভাঙলেন এই ছবিতে এসে। মধ্যপ্রাচ্য, ইউরোপ জয় করে এবার চীন যাত্রায়। ‘দ্য চায়না ফিল্ম গ্রুপ’ ও ‘হুঅ্যাক্সসুয়া ফিল্ম গ্রুপ’ সরাসরি ভারত থেকে চীনে ‘পিকে’ রিলিজ করাতে চায়।
২৭ জানুয়ারি চীনের রাজধানী শহর বেইজিং-এ এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের উচ্চপদস্থ সরকারি আমলাদের সামনে। পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক বিধু বিনোদ চোপড়ায় ছিলেন এই অনুষ্ঠানে।
রাজকুমার হিরানির বক্তব্য, ‘চীন যেভাবে এই চুক্তি স্বাক্ষর করল তাতে মনে হওয়া স্বাভাবিক চীনের পরিবেশকরা অধির আগ্রহে ‘পিকে’র জন্য অপেক্ষা করছে। নিজের দেশের মতো ৩,৫০০ পর্দায় পিকে মুক্তি পাবে জেনে আমি খুব খুশি। পৃথিবীর অন্যান্য দেশের মতো ‘পিকে’ চীনের দর্শক হৃদয় জয় করবে’।
আন্তর্জাতিক বাজারে হলিউডি ফিল্ময়ের সঙ্গে টক্কর দিতে নেমে ‘পিকে’ কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন কৌতূহলের বিষয়।