কবর থেকে বেরিয়ে মালিকের দরজায় ‘মৃত’ বিড়াল

SHARE

বিড়ালের জান কতটা শক্ত হতে পারে তা আবারো প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি পোষা বিড়াল। গাড়ি চাপা পড়ার পর মৃত ভেবে মালিক তাকে মাটি চাপা দেয়। কিন্তু পাঁচদিন পর বিড়ালটিকে জীবন্ত খুঁজে পায় এক প্রতিবেশী।

স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে কবর থেকে ফেরা বার্টের।

ফ্লোরিডার টাম্পার বাসিন্দা এলিস হাটসন জানান, রাস্তায় বেরিয়ে গাড়ির নীচে চাপা পড়েছিল তার পোষা আদরের বিড়ালটি। এক প্রতিবেশী তার রক্তমাখা নিথর শরীরটি খুঁজে পায়।মি হাটসন জানান এতটাই শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি যে ওই প্রতিবেশীকে অনুরোধ করেন তাকে মাটি চাপা দিতে।

কিন্তু পাঁচদিন পর, মি হাটসনের আরেক প্রতিবেশী ডাস্টি আলব্রিটন মিউ-মিউ ডাকে বেরিয়ে বার্টকে দেখতে পান। চমকে ওঠেন তিনি।

বার্টের জখম এতটাই গুরুতর যে মি হাটসন বার্টের চিকিৎসার জন্য দি হিউমেন সোসাইটি অব টাম্পা বে নামের দাতব্য প্রতিষ্ঠানের সাহায্য চান।

তাদের খরচেই এখন বার্টের ভাঙা চোয়াল এবং জখম চোখে অস্ত্রোপচার হয়েছে।

হিউমেন সোসাইটি এখন বিড়ালটির নাম দিয়েছে বার্ট দি মিরাকল ক্যাট অর্থাৎ অলৌকিক বিড়াল বার্ট। তারা বলছে এমন ঘটনা তারা জীবনেও দেখেননি।- বিবিসি