উল্লাপাড়ায় পুলিশের গুলিতে আহত জামায়াত নেতার মৃত্যু

SHARE

sirajganjসিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে রোববার সন্ধ্যায় পুলিশ আসামি ধরার জন্য অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে আহত উল্লাপাড়া উপজেলা জামায়াত নেতা সাইদুল ইসলাম (৫৫) মারা গেছেন। সোমবার ভোর রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় জেলা জামায়াত তিনদিনের কর্মসুচী দিয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে মঙ্গলবার জেলাব্যাপী বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ও বৃহস্পতিবার দোয়া মাহফিল পালন করবে জামায়াত।

শনিবার দুপুরে উল্লাপাড়া কানসোনা ঘোঁষগাতী সড়কে যাত্রীবেশী দুর্বৃত্তরা সিএনজিতে বোমা হামলা চালায়। এ ঘটনায় গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী রোববার সন্ধ্যায় বাকুয়া গ্রামে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা মারে বলে পুলিশ দাবি করে। এতে পুলিশ পাল্টা গুলি করলে জামায়াত নেতা সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।