দশ লাখ মানুষের জিনগত তথ্য নেবে আমেরিকা

SHARE

obama21প্রায় দশ লাখ মানুষের জেনেটিক ইনফরমেশান বা জিনগত তথ্য সংগ্রহ করে তথ্যের এক বিরাট ভাণ্ডার গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রতিটি মানুষের থেকে পাওয়া আলাদা আলাদা তথ্যের ভিত্তিতে আরো কার্যকর ওষুধ তৈরির লক্ষ্যেই এই কর্মযজ্ঞের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ওবামা।
আলাদাভাবে প্রতিটি রোগীকে আরো কার্যকরভাবে চিকিৎসা দেয়ার উদ্দেশ্য নিয়ে জিনগত তথ্যের এই ভাণ্ডার গড়ে তোলা হবে।

এই তথ্যভাণ্ডার গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে ১০লাখ স্বেচ্ছাসেবীর থেকে নেয়া হবে জীনগত নমুনা।

ওবামা বলেছেন, তারা এমন একটি জাতি হতে চান যার ভাগ্য দুর্ঘটনা বা পরিস্থিতি দিয়ে নিয়ন্ত্রিত নয়।

নিজেদের ভাগ্য নিজেরাই পুনরায় নির্মাণ করে নেবেন বলে মন্তব্য করেন তিনি।

এই প্রকল্পের যাত্রা শুরু করতে প্রাথমিকভাবে ২০১৬ সালে ২১৫ মিলিয়ন ডলারের বাজেট ধরা হয়েছে।

তবে, এই তথ্য ভাণ্ডারকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে এখন শুধু ক্যান্সারের জন্য আরো বেশি কার্যকরী ওষুধ তৈরির দিকেই মনোযোগ দেয়া হবে। -বিবিসি