দেড় ঘণ্টা অন্ধকারে ছিলেন খালেদা

SHARE

nightকার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর প্রায় দেড় ঘণ্টা অন্ধকারে কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত দুইটা ৪০মিনিটের পর ডেসকোর কর্মীরা খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর পুরো কার্যালয় অন্ধকার হয়ে পড়ে। রাত চারটার পর কার্যালয়ের ভেতরে থাকা জেনারেটর চালু করা হয়। এর আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন অন্ধকারেই সময় কাটান। খালেদা জিয়ার কার্যালয় সূত্র জানায়, সংযোগ বিচ্ছিন্ন করার সময়ও খালেদা জিয়া জেগে ছিলেন। তার সঙ্গে প্রয়াত পূত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ার পর অনেক আতঙ্কের মধ্যে সবার সময় কেটেছে। জেনারেটর চালু হলেও আর ঘুমানো যায়নি। তিনি বলেন, জেনারেটর দিয়ে চেয়ারপারসনের কক্ষ ও নিচ তলায় অফিস কক্ষে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কার্যালয়ের বাকি অংশ বিদ্যুৎহীন অবস্থায় আছে।