চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে প্রবীণ আইনজীবীর মৃত্যু

SHARE

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামের প্রবীণ আইনজীবী আবুল কালাম আজাদ (৭৩) মারা গেছেন। শুক্রবার রাত ১২টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার দুপুর চন্দনাইশ উপজেলার গ্রামের বাড়িতে তাঁকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিরি সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন জানান, ২৩ জুন করোনা উপসর্গ নিয়ে তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ২৫ জুন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন।