বাইকে লেখা স্বাধীনতার দাবি, সন্ত্রাসবাদে অভিযুক্ত হংকংয়ের তরুণ

SHARE

মোটরসাইকেলে হংকংয়ের স্বাধীনতার চিহ্ন বহন করে পুলিশের সামনে দিয়ে যাচ্ছিলেন এক তরুণ। পুলিশ তাকে বিচ্ছন্নতাবাদী এবং সন্ত্রাসী সন্দেহে আটক করেছে।

হংকংয়ে চীনের চাপিয়ে দেওয়া নিরাপত্তা আইনে এ ধরনের অভিযোগে প্রথম কাউকে আটক করা হলো। আর এ ঘটনায় আন্তর্জাতিক মহল যথেষ্ট উদ্বিগ্ন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

সমালোচকরা বলছেন, নিরাপত্তা আইন ভঙ্গ করলে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখেছে চীন। হংকংয়ের বাসিন্দারা যেন কখনোই স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়ে উঠতে না পারে, সেজন্য চীন এ ধরনের হীন চক্রান্ত করেছে বলেও মনে করেন তারা।

জানা গেছে, ২৩ বছর বয়সী টং ইয়ং কিট’কে আটকের পর বেধড়ক মারধর করেছে পুলিশ। গত বুধবার তাকে আটক করা হয়েছে।

তার বাইকে লেখা ছিল, হংকংকে মুক্ত করাই আমাদের বিপ্লবী চেতনা।

সূত্র : আল-জাজিরা