করোনার কবলে ২২১ বিচারক-কর্মচারী

SHARE

দেশের নিম্ন আদালতে দায়িত্বরত ৪০ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত। এছাড়া সুপ্রিম কোর্টের ৪৫ জন এবং নিম্ন আদালতের ১৩৬ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন।

সবমিলে আক্রান্ত বিচারক ও কর্মচারীর সংখ্যা ২২১ জন। তবে আক্রান্তদের মধ্যে ১৭ জন বিচারক এরইমধ্যে সুস্থ হয়েছেন। একজন মারা গেছেন। আর একজন বিচারক এখনো  হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ২১ জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল শুক্রবার (৩ জুলাই) পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

দেশের অধস্তন আদালতের সব বিচারক বা সহায়ক কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানতে চেয়ে ১৪ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সারা দেশে চিঠি দেওয়ার পর ৩ জুলাই পর্যন্ত এই তথ্য এসেছে সুপ্রিম কোর্টের কাছে। ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচার কাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় বিচারক ও কর্মচারীরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে করোনা আক্রান্তদের বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র। আর আক্রান্ত কর্মচারীদের চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট জেলা বিচারকদের বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।