‘প্রধানমন্ত্রী ধৈর্যের শেষসীমায় চলে গেছেন’

SHARE

mannaaআইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তির প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্যের শেষসীমায় চলে গেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ সকালে রাজধানী তোপখানা রোডস্থ শিশু-কল্যাণ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন- যে কোন উপায়ে সহিংসতা দমন করুন, সব দায় আমার। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ধৈর্যের শেষসীমায় চলে গেছেন। ৩১শে জানুয়ারি অবস্থান কর্মসূচির অনুমতি না দেয়ায় উচ্চ আদালতে রিট করার ঘোষণা দেন মান্না। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার জন্য জাতীয় সংলাপ ও আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। ওই অবস্থান কর্মসূচিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থকার কথা ছিল। অবস্থান কর্মসূচি পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান ও জাতীয় প্রেস ক্লাব- এই তিনটি স্থানের আবেদন করা হয়। কিন্তু প্রশাসন তাদের অনুমতি দেয়নি। ফলে হাইকোর্টে রিট দায়ের করার ঘোষণা দেন তিনি।