মাগুরায় গণপরিবহনে মানা হচ্ছেনা সরকার নির্ধারিত ভাড়া,

SHARE

uiমাগুরা প্রতিনিধি

দীর্ঘ ৬৬ দিনের লকডাউন ভেঙ্গে সারাদেশে চালু হয়েছে দূরপাল্লার গণপরিবহন চলাচল। সরকার একটি স্বাস্থ্যবিধি সংক্রান্ত আদেশ প্রণয়ন করে শতকরা ৬০ ভাগ গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করেছে, শর্ত অনুযায়ী পাশাপাশি দুজন বসতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ ক্ষেত্রে এই স্বাস্থ্যবিধি ও বর্ধিত ভাড়া নীতি মানা হচ্ছে না। কোথাও দেখা যাচ্ছে পাশাপাশি দুই জন বসে ভ্রমণ করছে, আবার কোথাও দেখা যাচ্ছে সরকারের বর্ধিত ৬০% এর অধিক ভাড়া নেয়া হচ্ছে। মাগুরা আন্ত বাস টার্মিনালে গিয়ে সরজমিনে দেখা গেল, মাগুরা থেকে ঢাকার নন এসি চেয়ার কোচের নিয়মিত ভাড়া আগে ৪০০ টাকা নেয়া হতো, কিন্তু বর্তমানে সেই ভাড়া ৮০০ থেকে ৮২০ টাকা নেয়া হচ্ছে, যেটা দ্বিগুণ অথবা দ্বিগুণেরও বেশি। এ ব্যাপারে সোহাগ, ঈগল, জে আর ও পূর্বাশা বাস কাউন্টারে জিজ্ঞাসা করা হলে কাউন্টার ম্যানেজারগণ জানান ” সরকারের কোন ঠিক ঠিকানা নাই, কখনো বলে ৮০%, কখনো বলে ৬০% ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এখন আমরা কোম্পানি যেভাবে বিক্রি করতে বলেছে সেই ভাবে বিক্রি করছি”। অধিকাংশ বাস কাউন্টার আগের ভাড়া জিজ্ঞাসা করলে অধিকাংশই আগের নিয়মিত ভাড়া বাড়িয়ে বলছে । মোঃ মাহবুব-উল-আলম নামে মাগুরার মহম্মদপুরের কাওড়া গ্রামের একজন যাত্রী চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তিনি জানান “সরকারের বর্তমান এই ব্যবস্থা ফলপ্রসূ হবে, যদি পুরোপুরি মানা হয়, এখন মানানোটাই বড় চ্যালেঞ্জ।” তবে সাধারণ মানুষ মনে করে প্রশাসন কঠোর ভাবে নজরদারি করলে বর্তমান এই সংকটময় মুহূর্তে করোনা ভাইরাস মোকাবেলায় এই ব্যবস্থা ভূমিকা রাখবে ও জনগণ এর থেকে সুফল পাবে।