পুতিনের সঙ্গে বৈঠককে ‘১০-এ ১০’ বললেন ট্রাম্প

SHARE

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত শীর্ষ বৈঠককে ‘১০-এর মধ্যে ১০’ বলে মূল্যায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে শান্তির পথে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি বলতে পারি, বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক।
আপনারা জানেন, তিনি একজন শক্ত মানুষ, এ ধরনের সব বিষয়ে ভীষণ কঠোর, কিন্তু বৈঠকটি ছিল দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ একটি বৈঠক। যখন তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, সেটি দারুণ ব্যাপার। আমার মনে হয় আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। তবে দেখুন, ইউক্রেনকেও এতে সম্মতি দিতে হবে।

দুই বিশ্বনেতা শুক্রবার বিকেলে আলাস্কায় মিলিত হন ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তিপূর্ণ পথ খোঁজার আশায়। এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি রাশিয়ান নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন অসংখ্য প্রাণ বাঁচানোর জন্য এবং ভবিষ্যতে যুদ্ধবিরতির আশায়। পরে তিনি জানান, বৈঠকটি ছিল ‘অত্যন্ত ফলপ্রসূ’, তবে সংঘাত শেষ করার ক্ষেত্রে ‘এখনও আমরা সেখানে পৌঁছাইনি।’

বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, আমরা বহু বিষয়ে একমত হয়েছি, বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই।
কিছু বড় বিষয় আছে যেখানে এখনও আমরা পুরোপুরি পৌঁছাতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। তাই, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।