ফের অভিনয়ে পারশা

SHARE

গানের মানুষ পারশা মাহজাবীন পূর্ণী। নিজে যেমন লেখেন, সুর করেন, আবার অন্যের গানেও কণ্ঠ দেন। পাশাপাশি অভিনয়েও নিজেকে মেলে ধরছেন এ তরুণী। ফেব্রুয়ারিতে মুক্তি পায় জাহিদ প্রীতমের ওয়েব ছবি ‘ঘুমপরী’।
এতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান পারশা। পাঁচ মাস পর ফের অভিনয়ে, তাও আবার একই নির্মাতার নির্মাণে।

বৃহস্পতিবার রাতে অন্তর্জালে এসেছে ক্লোজআপ কাছে আসার গল্পের নতুন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘একগুচ্ছ কদম’। এটি ক্লোজআপের প্রথম নির্বাক চলচ্চিত্র।
এতে অভিনয় করেছেন পারশা। সঙ্গে প্রান্ত আবিদ। ৫ মিনিট ১৫ সেকেন্ডের এ শর্টফিল্মে দুই শিল্পীর মুখে কোনো সংলাপ নেই, আছে শুধু ঝুম বৃষ্টির শব্দ আর খুদেবার্তায় আলাপ। শেষ মুহূর্তে গিয়ে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের মিলন।
মুক্তির পর সাড়াও পাচ্ছে বেশ।

২৩ ঘণ্টায় ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য ছবিটির ভিউ হয়েছে দুই লাখ ৮০ হাজারের বেশি; আর ফেসবুকে ভিউ প্রায় চার লাখ।

ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। প্রতিবছর বিশেষ দিবস এলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বিশেষ এই নাটকগুলোর। এক টানা অনেক বছর পূর্ণদৈর্ঘ্য নাটক এলেও গেল বছর থেকে প্রতি মাসেই একটি করেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে তারা।
সেই ধারাবাহিকতায় এবারও নতুন গল্প নিয়ে হাজির ক্লোজআপ কাছে আসার গল্প। তবে এবার প্রথমবারের মতো নিয়ে এসেছে নির্বাক চলচ্চিত্র।